জাতীয় ঐক্য দিবসে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

৩১ অক্টোবর : আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। প্রতিবছর এই দিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়। শুক্রবার গুজরাটের নর্মদা জেলার একতা নগরে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থেকে স্ট্যাচু অব ইউনিটিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে বক্তব্যে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন মোদি। তাঁর কথায়, ‘পাকিস্তান এবং সন্ত্রাসবাদের মূল পরিকল্পনাকারীরা এই দেশের আসল শক্তি বুঝতে পেরেছে। অপারেশন সিঁদুরের সময়, সমগ্র বিশ্ব দেখেছিল যে কেউ যদি ভারতের দিকে চোখ তোলার সাহস করে, ভারত তাকে ঘরে ঢুকে মারে। ভারতের শক্তি পাকিস্তানের জঙ্গিরা জানে।’ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়েও ফের সরব হন মোদি।

জাতীয় একতা দিবসে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ কোটি কোটি মানুষ ঐক্যের শপথ নিয়েছেন। আমরা সংকল্প করেছি যে আমরা জাতির ঐক্যকে শক্তিশালী করে এমন কর্মকাণ্ডকে উৎসাহিত করব। আমাদের জাতির ঐক্যকে দুর্বল করে এমন প্রতিটি চিন্তাভাবনা বা কর্ম প্রতিটি নাগরিককে পরিহার করতে হবে। এটি আমাদের দেশের জন্য সময়ের প্রয়োজন।’

উল্লেখ্য, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ম্যারাথনের সূচনা করেন। এছাড়া গোটা দেশে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে।

Spread the News
error: Content is protected !!