পাথারকান্দির মুণ্ডমালা মাঠে শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্পে জনস্রোত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাথারকান্দিতে শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্পে জনস্রোত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে একদিনের স্বাস্থ্যসেবা মহাযজ্ঞে মাঠে নেমে সেবায় ব্রতী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও প্রশাসনের কর্মকর্তারা। আত্মনির্ভর অসম গড়ার পথে আরেকটি সাহসী পদক্ষেপ! জনগণের হাতে স্বাস্থ্যসেবার সেতুবন্ধন গড়ে দিতে পাথারকান্দিতে অনুষ্ঠিত হলো শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্প একদিনের এই মহাযজ্ঞে চিকিৎসা ও সেবার মিশেলে মুখরিত হলো মুণ্ডমালা খেলার মাঠ। স্বাস্থ্যই সম্পদ এই বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে মাঠে নামেন প্রশাসন, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা। পূর্ব সুচি অনুযায়ী বৃহস্পতিবার

পাথারকান্দির মুণ্ডমালা খেলার মাঠে জমে উঠেছে এক ভিন্ন রকমের উৎসব উন্নয়ন, স্বাস্থ্য ও মানবসেবার উৎসব। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী ভাবনার ফসল শুশ্রূষা সেতু কার্যক্রমে রূপ নেয় এক মহাযজ্ঞে। সকাল থেকেই জনতার ভিড়ে মুখরিত মাঠ, চারদিকে আশার আলো সেবাই ধর্ম, মানবতাই মন্ত্র।মুলতো জনগণের দোরগোড়ায় উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মুণ্ডমালা খেলার মাঠে আয়োজন করা হয়েছিলএক মহৎ উদ্যোগ শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্প।এদিন সকাল থেকেই এই বৃহত্তর বিধানসভার কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ শত শত মানুষ উপস্থিত হন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের লক্ষ্যে। মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, উৎসাহ এবং আশার আলো।

অনুকূল আবহাওয়ার মধ্যে সকাল সাড়ে এগারোটায় নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যের মীন, পশুপালন ভেটানারি ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই একদিনব্যাপী মেগা হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী জেলার বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা। উদ্বোধনের পর পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সুরে-তালে স্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দেন সমাজের প্রতিটি স্তরে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মীন পশু পাল ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন,  আজকের এই উদ্যোগ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী চিন্তাধারারই বাস্তব রূপ। মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও স্বাস্থ্য এই দুটি মৌলিক খাতের উন্নয়নই তাঁর প্রধান অগ্রাধিকার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিতে অনুপ্রাণিত হয়ে আজ অসম সরকার স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিচ্ছে মানুষের ঘরে ঘরে।মন্ত্রী আরও বলেন আগের দিনে স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা সুযোগ-সুবিধার মধ্যে যে ব্যবধান ছিল, তা আজ ক্রমেই ঘুচে যাচ্ছে। এখন রাজ্যের প্রত্যন্ত গ্রামেও মানুষ পাচ্ছেন মানসম্মত চিকিৎসা, বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ। এটি নতুন যুগের সূচনা।

এই বিধানসভা ভিত্তিক “শুশ্রূষা সেতু” কার্যক্রমের মাধ্যমে সরকার চেষ্টা করছে যেন কোনো মানুষ চিকিৎসার অভাবে কষ্ট না পায়। এদিনের এই ক্যাম্পে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শ্রীভূমি জেলা সদরের সিভিল হাসপাতাল থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে বিভিন্ন বিভাগের রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করেন।বিশেষত শুন্য থেকে আঠারো বছর বয়সী শিশু, কিশোর-কিশোরীদের জন্য এই শিবির ছিল অত্যন্ত উপযোগী ও সফল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, জয়েন্ট ডিরেক্টর ডাঃ সুমনা নাইডু, পাথারকান্দি কো-ডিস্ট্রিক কমিশনার অমৃতপ্রভা দাস, সার্কল অফিসার বলীনবাবা বালারি, অদিতি নুনিসা, এসডিএমও ডাঃ বিকে সিং, ডাঃ মতিন্দ্র সূত্রধর, জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী, ঋষিকেশ নন্দী, শশীবাবু সিনহা, শম্পারাণী চৌধুরী, সঞ্জীব দেবনাথ, শান্তিলাল সিনহা প্রমুখ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুরজিৎ হোমচৌধুরী সুমন, যিনি দক্ষ সঞ্চালনার মাধ্যমে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

দিনব্যাপী এই হেলথ ক্যাম্পে বিভিন্ন বিভাগ যেমন চক্ষু, দন্ত, শিশু, স্ত্রীরোগ, সাধারণ চিকিৎসা, পুষ্টি পরামর্শ ও টিকাকরণ সহ একাধিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Spread the News
error: Content is protected !!