শুক্রবার হাইলাকান্দিতে একতা দৌড়

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : হাইলাকান্দি জেলায়ও শুক্রবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সর্দার বল্লাম ভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হবে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে সকাল আটটায়  একতা দৌড় নামক এক পদযাত্রা বের করা হবে। এই উপলক্ষে পক্ষকাল ব্যাপী নানা কার্যসূচী জেলা প্রশাসনের উদ্যোগে হাতে নেওয়া হয়েছে। এই কার্যসূচি প্রণয়ন করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। সাংসদ কৃপানাথ মালার পৌরোহিত্যে সভায় ১৫ দিনব্যাপী বিস্তৃত কার্যসূচি প্রণয়ন করা হয়। সভায় জেলা কমিশনার অভিষেক জৈন, পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী এবং জেলার শীর্ষ আধিকারিকরা অংশ নেন। সভার সিদ্ধান্ত অনুসারে কার্যসূচির মধ্যে থাকছে সাংস্কৃতিক কার্যক্রম জাতীয় অখণ্ডতার শপথ, সাফাই অভিযান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির, অমৃত সরোবর সাফাই অভিযান ইত্যাদি। শুক্রবার পদযাত্রা শেষে একটি সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়া লৌহমানবের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। পাশাপাশি আত্মনির্ভর ভারতের শপথ গ্রহণ করা হবে এবং হাইলাকান্দি শহরের গান্ধীঘাটের একটি স্বদেশী মেলার আয়োজন করা হয়েছে শুক্রবার। পক্ষকাল ব্যাপী কার্যসূচির  অধীনে এরপর ৩ নভেম্বর তারিখে থাকবে বিতর্ক প্রতিযোগিতা, শপথ এবং কুইজ কম্পিটিশন, ৪ নভেম্বর তারিখে থাকবে  বৃক্ষরোপণ অভিযান, ৬ নভেম্বর তারিখে স্বাস্থ্য শিবির, ফিটনেস এন্ড এওয়ারনেস প্রোগ্রাম,৭ নভেম্বর অমৃত সরোবর সাফাই অভিযান, সেমিনার এবং ওয়ার্কশপ, ১০ নভেম্বর জেলা পর্যায়ে পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম, লৌহ মানবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,  স্বদেশী আত্মনির্ভর ভারতের শপথ। এবং ১১ নভেম্বর সাফাই অভিযান।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এইসব কার্যসূচিতে আপামর জনসাধারণকে অংশ নিতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!