ভয়াবহ দুর্ঘটনায়, মৃত্যু ৫ জনের
২৫ অক্টোবর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৫ জনের। আহত ৩। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে আগ্রার নাগলা বুধি এলাকায়। মৃতরা হলেন, বাবলি (৩৩), ভানু প্রতাপ (২৫), কমল (২৩), কৃষ্ণ (২০) এবং বন্তেশ (২১)।
এক প্রত্যক্ষদর্শী জানান, যখন দুর্ঘটনা ঘটে, তিনি দোকানের সামনে বসেছিলেন। তিনি দেখতে পান, একটি গাড়ি প্রবল গতিতে গিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ হয়। দেখা যায় কিছু মানুষ ভিতরে আটকে রয়েছেন। সকলকে গাড়ি থেকে বের করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে দ্রুতগামী গাড়িটি একটি বাইককে ধাক্কা মারে। তারপর সেটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারে একটি পাঁচিলে গিয়ে ধাক্কা দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরই উন্মত্ত জনতা চালককে গাড়ি থেকে বের করে মারধর করতে থাকেন। পরে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছোলে তাঁকে উদ্ধার করা হয়। এরপরই গ্রেফতার করা হয় চালককে। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

