কোকরাঝাড়ে রেললাইন বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীকে এনকাউন্টার

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : কোকরাঝাড় জেলায় সালাকাটিতে গভীর রাতে অভিযানে নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক রেলপথ বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীকে গুলিতে হত্যা করেছে।

সূত্রের খবর, নিহত অভিযুক্তের পরিচয় ইপিল মুর্মু (Ipil Murmu) বলে শনাক্ত করা হয়েছে। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং কয়েক মাস ধরে গোপনে অসমে করছিলেন। মুর্মুকে কোকরাঝার ও সালাকাটি রেলস্টেশনের মধ্যে ২৩ অক্টোবরের ঘটানো আইইডি বিস্ফোরণের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মুর্মু একজন মাওবাদী নেতা ছিলেন এবং নিম্ন অসমের অঞ্চলে তাদের নেটওয়ার্ক বিস্তার করার চেষ্টা করছিলেন। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী শুক্রবার রাতে সালাকাটি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সংঘর্ষে মুর্মু নিহত হন।

ইপিল মুর্মু মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা এবং অসমে এসে উপদ্রবমূলক কার্যক্রম সমন্বয় করছিলেন—এমনটাই জানানো হয়। ঘটনার পর থেকে স্থানীয় নিরাপত্তা বাহিনী তাঁর সহযোগীদের খুঁজে বের করে মাওবাদী নেটওয়ার্কের বাকি অংশ বিচ্ছিন্ন করার লক্ষ্যে তৎপরতা বাড়িয়েছে।

উল্লেখ্য, ওই আইইডি বিস্ফোরণ ২৩ অক্টোবরের ভোরে কোকরাঝাড়—সালাকাটি রেললাইনে ঘটে। রাত প্রায় ১টা নাগাদ আলিপুরদুয়ার বিভাগে অন্তর্ভুক্ত রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার ফলে স্বল্প সময়ের জন্য রেল চলাচলপ্রতিষ্ঠান স্থগিত রাখা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অসম পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP) এবং গোয়েন্দা সংস্থাগুলোর দল উপস্থিত হয়। বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞেরা ক্ষতস্থল পরিদর্শন করে ব্যবহৃত বিস্ফোরক সামগ্রীর প্রকৃতি নির্ণয়ের কাজ শুরু করেছেন।

রেলপথের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের জন্য ইঞ্জিনিয়াররা রাতভর কাজ করে ট্রেন চলাচল পুনরায় সচল করার ব্যবস্থা গ্রহণ করেন।

Spread the News
error: Content is protected !!