রোটারির উদ্যোগে ‘এন্ড পোলিও অ্যাওয়ার্নেস র্যালি’ শিলচরে
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : বিশ্ব পোলিও দিবস উপলক্ষে শুক্রবার সকালে শিলচর শহরে ‘এন্ড পোলিও অ্যাওয়ার্নেস র্যালি’ বের করল যৌথভাবে রোটারি ক্লাব অব শিলচর, রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর ও রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড। মূলত রোটারি ইন্টারন্যাশনাল মানবিক প্রকল্প এন্ড পোলিও মিশনের অঙ্গ ছিল।
র্যালিটি সকাল ৭টায় ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে শুরু হয়ে পার্ক রোড়, সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে পুনরায় ইন্ডিয়া ক্লাব পয়েন্টে এসে শেষ হয়। এতে অংশ নেন রুদ্রজিৎ লস্কর, সূধা লস্কর, চিরঞ্জিত ঘোষ, বিশ্বজিৎ বনিক, রাজত দেব প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সংগঠনের হাতে প্রশংসাপত্র তুলে দেন তাঁরা।
র্যালিতে অংশগ্রহণ করে রোটারি হাইলাকান্দি, রোটারি গুয়াহাটি আইকনস, রোটারেক্ট ক্লাব অব একে চন্দ ল’কলেজ। স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে নেতাজি ছাত্র যুব সংস্থা, প্রয়াস এনজিও, ইউনিটি হাব, এবং উদয়ের এর পথে-এর শতাধিক সদস্য-সদস্যারাও উৎসাহের সঙ্গে অংশ নেন।
র্যালির পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও আপ্যায়নের আয়োজন করা হয়, যেখানে অতিথিরা পোলিওমুক্ত সমাজ গঠনের বার্তা দেন।
এই মহৎ উদ্যোগের নেতৃত্ব দেন জয়জিৎ বিশ্বাস। তিনি বলেন, “পোলিও নির্মূলের স্বপ্নকে বাস্তব করতে রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে কাজ করছে, এবং সমাজের সকল স্তরের সক্রিয় সহযোগিতাই এই উদ্যোগকে সফল করবে।”

