মেঘালয়ে মাদক সমেত আটক শিলচরের মহিলা সহ দুই
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : মাদক সমেত শিলচরের মহিলা সহ এক যুবককে আটক করল মেঘালয় পুলিশ। শিলচর থেকে মাদক নিয়ে শিলং যাওয়ার সময় ধরা পড়ে তারা। মেঘালয়ের সোরিংহামে একটি চেকপয়েন্টে তল্লাশী চালিয়ে সাবান কেসে লুকানো ৫৪.১৩ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। আটক করে পুরুষ এবং একজন মহিলা পাচারকারীকে। পাচারকারীরা হল সুমা (৪২) এবং সুলতান মোহাম্মদ মজুমদার (৩৫)। পরবর্তীতে দু’জনকে গ্রেফতার করা হয়।

