ক্লাব ভ্যালি ভিউ -এর কালীপূজার পুরস্কার ঘোষণা, প্রথম পশ্চিম অম্বিকাপুর

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : দ্বিতীয়বারের মতো তিন বিশিষ্ট ব্যক্তির স্মৃতিতে শিলচর শহরের শ্রেষ্ঠ তিনটি কালীপূজা কমিটিকে পুরস্কৃত করছে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। পূজা উদযাপনের সর্বাঙ্গীণ মূল্যায়নের ভিত্তিতে ইতিমধ্যে তিনটি কমিটির নাম ঘোষণা করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। প্রথম হয়েছে পশ্চিম অম্বিকাপুর কালীপূজা কমিটি, দ্বিতীয় ভ্যানগার্ড ক্লাব মালুগ্রাম ও তৃতীয় পুরস্কার পেয়েছে দক্ষিণ লিঙ্করোড কালীপূজা কমিটি। যাঁদের স্মৃতিতে দেওয়া হচ্ছে তাঁরা হলেন গৌরীশঙ্কর রায়, বিমলকান্তি দাস ও রাধাকান্ত ত্রিবেদী।

এছাড়াও তিনটি কমিটি রংপুর ইয়ং স্টার ক্লাব, পানপট্টি কালীপূজা কমিটি (এপিডিসিএল অফিসের কাছে) এবং সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত তারাপুরের কালীমোহন রোড কালীপূজা কমিটি বিশেষ পুরস্কার লাভ করবে। এই প্রতিযোগিতায় কোনও প্রবেশ মূল্য নেওয়া হয় না এবং ক্লাবের চয়োনিত বিচারক মণ্ডলির সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কার গুলো প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় শিলচর পেনশনার্স ভবনে। সংশ্লিষ্ট পূজা কমিটিগুলিকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে তারা এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করতে পারেন।

সেদিন শিলচরের শ্রুতিতীর্থ ভট্টাচার্য, যিনি ২০২৫ সালের CSIR UGC NET পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, তাঁকেও ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর পক্ষ থেকে যথাযোগ্য সম্মান ও উৎসাহের সঙ্গে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠান সফল করে তুলতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রকল্প চেয়ারম্যান সঞ্জীব রায়।

Spread the News
error: Content is protected !!