কাছাড়, শ্রীভূমি এসএসপি সহ ৩৬ জনের বদলি
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : কাছাড়, শ্রীভূমি সহ রাজ্যে ৩৬জন সিনিয়র পুলিশ সুপার ও উর্ধতন আধিকারিক বদলি করা হল। শুক্রবার রাতে বদলির নির্দেশ প্রকাশ হয়। কাছাড়ের নয়া সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। তিনি শ্রীভূমি থেকে বদলি হয়েছেন। কাছাড়ের এসএসপি নুমুল মাহাতো বদলি হয়েছেন কোকরাঝাড়ে।
শ্রীভূমিতে পার্থপ্রতিম দাসের স্থলাভিষিক্ত হন লীনা দলে। দেবাশিস বরা কমান্ড্যান্ট, ৪নং অসম পুলিশ ব্যাটালিয়ন, থেকে ধুবড়ির এসএসপি হিসেবে যোগ দেবেন। কোকরাঝাড়ের এসএসপি পুষ্পরাজ সিংহকে কার্বি আংলং সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হল। সেখানে সঞ্জীবকুমার শইকিয়া স্থলাভিষিক্ত হবেন।
সঞ্জীবকুমার শইকিয়া কামরূপে বদলি হয়েছেন। তিনি রঞ্জন ভূঞার স্থলাভিষিক্ত হবেন।

শুভ্রজ্যোতি বরা শিবসাগর-কে যোরহাট সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্টে পদায়ন করা হলো। তিনি দায়িত্ব গ্রহণ করবেন শ্বেতাঙ্ক মিশ্রের কাছ থেকে। মিশ্রকে কমান্ড্যান্ট, ৪র্থ অসম পুলিশ ব্যাটালিয়ন পদে বদলি হন।
শুভাশিস বরুয়া সিনিয়র পুলিশ সুপার, বিশ্বনাথ থেকে বদলি করে শিবসাগরের সিনিয়র পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।
অজগর্বণ বসুমাত্রী সিনিয়র পুলিশ সুপার, বজালি থেকে বদলি করে বিশ্বনাথের সিনিয়র পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সিনিয়র পুলিশ সুপার (নিরাপত্তা-III) সুমন চক্রবর্তী, এপিএস-কে বদলি করে সিনিয়র পুলিশ সুপার, বজালি পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। অজগর্বণ বসুমাতরী বদলির পর এই পদে বদলি করা হয়েছে। তিনসুকিয়ার সিনিয়র পুলিশ সুপার, গুরব অভিজিৎ দিলীপ, বদলি করে ডিব্রুগড়ের সিনিয়র পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।
বীর ভেঙ্কট রাকেশ রেড্ডি, সিনিয়র পুলিশ সুপার, ডিব্রুগড়কে বদলি করে সিনিয়র পুলিশ সুপার, হোজাই পদে নিয়োগ করা হয়েছে। সৌরভ গুপ্ত। সিনিয়র পুলিশ সুপার, হোজাইকে বদলি করে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এপি), দেরগাঁও পদে নিয়োগ করা হয়েছে। শ্বিবেকানন্দ দাস সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট, মাজুলিকে বদলি করা হয়েছে এবং সুপ্রিয়া দাস, আইপিএস-এর পরিবর্তে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে নলবাড়ির সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।
হেমন্ত কুমার দাসকে সিনিয়র পুলিশ সুপার, মরিগাঁও-কে বদলি করে সিনিয়র পুলিশ সুপার, দরঙে নিযুক্ত করা হচ্ছে। প্রকাশ সোনোয়াল, সিনিয়র পুলিশ সুপার, দরংকে বদলি করে সিনিয়র পুলিশ সুপার, মরিগাঁও পদে নিয়োগ করা হয়েছে। হোরেন টোকবি, এপিএস (ডিআর-১৯৯৭), সিনিয়র পুলিশ সুপার, দক্ষিণ সালমারা-মানকাচরকে বদলি করে সিনিয়র পুলিশ সুপার, মাজুলি পদে নিয়োগ করা হয়েছে। সিংহ রাম মিলি সিনিয়র পুলিশ সুপার (ভিএন্ডএসি-এফ), দক্ষিণ সালমারা-মানকাচরের সিনিয়র পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাবু রাম পেগু কমান্ড্যান্ট, অঞ্জন পণ্ডিত, APS (DR-2010), কমান্ড্যান্ট, ৭ আসাম পুলিশ ব্যাটালিয়ন, চরাইখোলা, কোকরাঝাড়কে বদলি করা হয়েছে এবং দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সাদিয়ার সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। বালিন দেউরি, APS কমান্ড্যান্ট, ২১ আসাম পুলিশ ব্যাটালিয়ন, কাটলিছড়ায়। ইন্দ্রনীল বরুয়াকে বদলি করা হয়েছে। শাম্ভবী মিশ্র অতিরিক্ত ডেপুটি কমিশনার পুলিশ (কেন্দ্রীয়), গুয়াহাটি-কে বদলি করে ডেপুটি কমিশনার অফ পুলিশ (কেন্দ্রীয়), গুয়াহাটি পদে নিয়োগ করা হয়েছে। অমিতাভ বসুমাতারী, এপিএস-কে বদলি করা হয়েছে।
গুয়াহাটির ডেপুটি কমিশনার অফ পুলিশ (পশ্চিম) শ্রী পদ্মনাভ বড়ুয়া, আইপিএস (আরআর-২০১৬) কে আসামের সিনিয়র পুলিশ সুপার (ভিএন্ডএসি-এফ) পদে বদলি করা হয়েছে। এই পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। সিংহ রাম মিলি, এপিএস বদলির মাধ্যমে।
অমিতাভ বসুমাত্রী, ডেপুটি কমিশনার অব পুলিশ (সেন্ট্রাল), গুয়াহাটি-কে বদলি করে ডেপুটি কমিশনার অফ পুলিশ (পশ্চিম), গুয়াহাটি পদে নিয়োগ করা হচ্ছে। সুপ্রিয়া দাস সিনিয়র পুলিশ সুপার, নলবাড়ি থেকে বদলি করা হয়েছে। ৭ম আসাম পুলিশ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, চড়াইখোলা, কোকরাঝাড় পদে নিযুক্ত করা হয়েছে। রঞ্জন ভূঁইয়া, সিনিয়র পুলিশ সুপার, কামরূপকে বদলি করা হয়েছে এবং দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সিআইডি, আসামের সিনিয়র পুলিশ সুপার (মানব পাচার বিরোধী) পদে নিয়োগ করা হয়েছে। অমৃত ভূঁইয়া, সিনিয়র পুলিশ সুপার (মানব পাচার বিরোধী), সিআইডি, আসামকে বদলি করা হয়েছে এবং কমান্ড্যান্ট, ২১” আসাম পুলিশ ব্যাটালিয়ন, কাটলিছড়ায় নিযুক্ত করা হয়েছে। ইন্দ্রনীল বরুয়া সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট, পশ্চিম কার্বি আংলং থেকে বদলি করে আসামের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট, সিআইডি (সংগঠিত অপরাধ) পদে নিয়োগ করা হয়েছে। নবীন সিং, এপিএস (সিনিয়র পুলিশ সুপার, সিআইডি (সংগঠিত অপরাধ), আসামকে বদলি করা হয়েছে এবং সুমন চক্রবর্তী, এপিএসকে বদলি করা হয়েছে।
দিগন্তকুমার চৌধুরী, এপিএস (ডিআর-১৯৯৭), সিনিয়র পুলিশ সুপার, তামুলপুরকে বদলি করে কমান্ড্যান্ট, দ্বিতীয় আসাম কমান্ডো ব্যাটালিয়ন (অপস), বীরশিমা, হাইলাকান্দি হিসেবে নিয়োগ করা হয়েছে। জগদীশ দাস, সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট, সাদিয়াকে বদলি করে গুয়াহাটির ডেপুটি কমিশনার অফ পুলিশ (সীমান্ত), পদে নিয়োগ করা হয়েছে।

