শিক্ষাবিদ প্রমথেশ পাল প্রয়াত, শোক বিভিন্ন মহলে

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রমথেশ পালের জীবনাবসান হয়েছে। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত অনুমানিক ১১-১৭ মিনিটে নিজ বাসভবন কাবুগঞ্জে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী দিপালী পাল, দুই বিবাহিত কন্যা ঋতুপর্ণা ও সুপর্ণা, দুই পুত্র পার্থ প্রতীম ও প্রণব পালকে।  তাঁর মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। 

এদিন প্রমথেশ বাবুর প্রয়াণের খবর পেয়ে তাঁর কাবুগঞ্জের বাড়িতে ছুটে এসে শেষ শ্রদ্ধা জানান আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তথা কাবুগঞ্জ জনতা কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর অনুপ কুমার দে সহ প্রয়াতের নিকটাত্মীয়, ছাত্র ছাত্রী এবং শুভানুধ্যায়ীরা। নিজের প্রতিক্রিয়ায় অনুপ বাবু বলেন বৃহত্তর কাবুগঞ্জ অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন প্রমথেশবাবু। তিনি বলেন, কাবুগঞ্জ জনতা কলেজে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করার পর কাবুগঞ্জ অঞ্চলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন প্রয়াত প্রমথেশ পাল এবং এক্ষেত্রে উনার পরিবারের বিশেষ অবদান রয়েছে। অনুপ বাবু আরও জানান প্রমথেশ বাবুর শিক্ষকতার জীবন শুরু হয়েছিল কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাইস্কুল থেকে যে স্কুলের জমিদান করেছিলেন উনার পরিবার। পরবর্তীতে জনতা কলেজে অধ্যাপণা করেন এবং সেখান থেকে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।

তিনি ছিলেন বৃহত্তর কাবুগঞ্জ এলাকার প্রথম পোস্ট গ্রাজুয়েট। তাঁর মৃত্যুতে বৃহত্তর কাবুগঞ্জ অঞ্চল একজন অভিভাবককে হারালো বলে মন্তব্য করেন তিনি। তিনি প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন । গুয়াহাটি অবস্থানরত ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস প্রয়াত প্রমথেশ পালের মৃত্যু সংবাদ জানতে পেরে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। কাবুগঞ্জ জনতা কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীবৃন্দ সহ জনতা কলেজ প্রাক্তনী সমিতির তরফেও প্রমথেশ বাবুর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। শুক্রবার কাবুগঞ্জের শ্মশান ঘাটে উনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Spread the News
error: Content is protected !!