বাজারিছড়ায় ব্লক লেভেল স্পোর্টস মিট, শেষ দিনে ফুটবলে জয় ইছারপার এফসির
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : ব্লক লেভেল স্পোর্টস মিটে উচ্ছ্বাসের ঢেউ যুব শক্তির জয়গান পাথারকান্দির বাজারিছড়ায় সম্পন্ন দুই দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতা ক্রীড়া, ঐক্য ও উৎসাহে মুখর হয়ে উঠে বাজারিছড়া দুই দিবসীয় ক্লাস্টার অব ব্লক লেভেল স্পোর্টস মিটে ক্রীড়ার উচ্ছ্বাস বাজারিছড়ায় সম্পন্ন হল এক প্রাণবন্ত আয়োজন। উৎসাহ, উল্লাস ও ক্রীড়াস্পৃহায় ভরপুর পরিবেশে বাজারিছড়ায় সম্পন্ন হল দুই দিবসীয় ক্লাস্টার অব ব্লক লেভেল স্পোর্টস মিট। ‘মেরা যুবা ভারত, করিমগঞ্জ এর উদ্যোগে এবং লোয়াইরপোয়া ও পাথারকান্দি ব্লক পর্যায়ের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার স্থানীয় সহযোগিতা করে সানি ক্রীড়া সংস্থা, বাজারিছড়া এবং ছাগলমোহর লায়ন্স স্পোর্টিং ক্লাব।
১৪ অক্টোবর সকাল সাড়ে নয়টায় ছাগলমোহা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া উৎসবের শুভ সূচনা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব পতাকা উত্তোলন করেন বাজারিছড়া গ্রামপঞ্চায়েতের সভানেত্রী ডলিরানি নন্দী। পরে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, সানি ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি মুকুল দেবরায়, সভানেত্রী ডলিরানি নন্দী, শিক্ষক প্রদীপ আচাৰ্য সহ আরও অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে গ্রামীণ ক্রীড়াচর্চা বৃদ্ধির প্রয়োজনীয়তা ও তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
এরপর সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় প্রতিযোগিতার মূল ইভেন্টসমূহ ছেলেদের বিভাগে অনুষ্ঠিত হয় ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা, পাশাপাশি লং জাম্প, হাই জাম্প, শর্ট পুট, ডিসকাস থ্রো ও ভলিবল খেলা। অপরদিকে মহিলা বিভাগেও একাধিক ইভেন্টে প্রতিযোগিতামূলক খেলাধুলা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মন জয় করে নেয়। দিনভর প্রতিযোগিতায় অংশ নেয় বহু প্রতিভাবান খেলোয়াড়, যাঁদের মধ্যে অনেকে প্রথমবারের মতো এই ধরনের বড় মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
প্রথম দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিরা। উচ্ছ্বসিত খেলোয়াড়দের মুখে তখন শুধুই আনন্দ ও গর্বের হাসি।
দ্বিতীয় দিন, অর্থাৎ ১৫ অক্টোবর, অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্ট ফুটবল ম্যাচ। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইসারপার এফসি ও কুমবর ক্লাব। উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় ইসারপার এফসি দল। তাঁদের জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধে, যা দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ তোলে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সানি ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক মাংলেম সিংহ, সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সমাজসেবীরা। পুরস্কার বিতরণী পর্বে মাঠজুড়ে বাজতে থাকে করতালির ধ্বনি ও উল্লাস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গ্রামীণ স্তরে যুবসমাজকে ক্রীড়া চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, প্রতিভাবান খেলোয়াড়দের জেলা ও রাজ্য পর্যায়ের মঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি করবে।
বাজারিছড়ার এই সফল আয়োজন আবারও প্রমাণ করল—খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক সমাজগঠনের এক অনন্য মাধ্যম।

