মহাভারতের কর্ণ প্রয়াত
১৫ অক্টোবর : আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘মহাভারত’-এ কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। ১৫ অক্টোবর, বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী অমিত বহল সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন।
জানা গেছে, অভিনেতা পঙ্কজ ধীর দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। একসময় তিনি রোগটি কাটিয়ে উঠলেও, কয়েক মাস আগে সেটি আবার ফিরে আসে। এরপর তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয় এবং তাঁর একটি বড় অস্ত্রোপচারও হয়।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে মঙ্গলবার সিনে ও টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA) একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। তাতে লেখা, “গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান এবং CINTAA-এর প্রাক্তন জেনারেল সেক্রেটারি শ্রী পঙ্কজ ধীর ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে প্রয়াত হয়েছেন। তাঁর শেষকৃত্য আজ বিকেল ৪:৩০ মিনিটে মুম্বইয়ের ভিলে পার্লে (পশ্চিম)-এ পবন হংসের কাছে অনুষ্ঠিত হবে।”

