লাহরিঘাটে পাখি শিকারি গ্রেফতার, উদ্ধার পরিযায়ী পাখি

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : মরিগাঁও জেলার লাহরিঘাট সমজেলা পুলিশ সুপার পরিযায়ী পাখি শিকারিদের বিরুদ্ধে তীব্র অভিযান চালাচ্ছেন।  মঙ্গলবার রাতে সমজেলা পুলিশ সুপারের নেতৃত্বে তিতাতলা গ্রামে এক অভিযান চালিয়ে পরিযায়ী পাখিসহ এক শিকারিকে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত শিকারি ওই গ্রামের হালাল উদ্দিন বলে সনাক্ত করে লাহরিঘাট পুলিশ। ধৃত শিকারির কাছ থেকে বিভিন্ন প্রজাতির বিপন্ন পরিযায়ী পাখি উদ্ধারের পাশাপাশি  পাখির কথা রেকর্ডিঙ করা সাউন্ড সিস্টেমসহ শিকারে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তীতে বন বিভাগের কাছে সমঝে দেওয়া হয়।

এদিকে, ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে  পুলিশে। উল্লেখ্য, মাত্র ১০০-১৫০ টাকায় একাংশ লোকে নির্দয়ভাবে পাখি গুলো ধরে চোরা বাজারে বিক্রি করার পাশাপাশি মাংস ভক্ষণ করে আসছিল একাংশ দুষ্কৃতীরা।

Spread the News
error: Content is protected !!