অধ্যাপক কমরুল হকের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি ২১ অক্টোবর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : প্রতিবারের মতো এবারও পাথারকান্দি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মর্যাদার সঙ্গে পালন করা হবে শিক্ষাবিদ কমরুল হকের মৃত্যু বার্ষিকী। তবে এ বছর ১৯ অক্টোবর রবিবার এবং পরদিন কালীপূজা ও দীপাবলির সরকারি ছুটি থাকায় ২১ অক্টোবর সোমবার দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় পাথারকান্দি কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিলের মাধ্যমে আছিমগঞ্জের পূর্বগোলে প্রয়াতের সমাধিস্থলে পৌঁছে অনুষ্ঠিত হবে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠান। সেখান থেকে পাথারকান্দি মহকুমা আয়ুক্ত কার্যালয়ে পৌঁছে অধ্যাপক কমরুল হকের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবিতে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উদ্দেশে পৃথক স্মারকপত্র জমা দেবেন। দুপুরে কলেজের সভাগৃহে অনুষ্ঠিত হবে এক স্মৃতিচারণ সভা।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৯ অক্টোবর অধ্যাপক কমরুল হক গুয়াহাটি থেকে একটি বিশেষ শিক্ষাসংক্রান্ত কাজ শেষ করে একটি ভ্যানগাড়িতে পাথারকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু মেঘালয়ের মালিডহর এলাকায় এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তখন থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা রয়ে গেছে।
২৬ বছর পরও মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এনিয়ে পরিবার, সহকর্মী ও ছাত্রসমাজের ক্ষোভ আজও অব্যাহত।