জেন জেড এর আন্দোলনে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
১৪ অক্টোবর : এবার নেপালের ঢেউ আছড়ে পড়ল আফ্রিকায়। জেন জেড (Jane Z) যে একটি দেশের সরকার বদলে দিতে পারে তা প্রথম শুরু হয়েছিল নেপালে। সেরকমই জেন জেডের বিক্ষোভের মুখে পড়ে সোমবার দেশ ছেড়ে পালাল পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট (President of Madagascar) অ্যান্ড্রে রাজোয়েলিনা।
যদিও বিক্ষোভের আঁচ কমাতে দিন দশেক আগে সেদেশের প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও তাঁর গদি বাঁচাতে পারলেন না অ্যান্ড্রে রাজোয়েলিনা।
দেশটির সংসদের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন।
তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি, তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা জানা যায়নি।
ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের দাবি, সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সঙ্গে সমঝোতার ভিত্তিতে অ্যান্ড্রেকে ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।