সোনাইয়ে শুরু হল ক্লাস্টার লেভেল ব্লক স্পোর্টস মিট

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : মেরা যুবা ভারত (My Bharat), কাছাড় এর উদ্যোগে এবং সোনাই ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় ক্লাস্টার লেভেল ব্লক স্পোর্টস মিট শুরু হল সোনাইয়ে। সোমবার ২০০ মিটার পুরুষ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় স্পোর্টস মিট। এরপর অনুষ্ঠিত হয় তিনটি ফুটবল ম্যাচ।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় বাঁশকান্দি ব্লক বনাম বিন্নাকান্দি ব্লকের মধ্যে।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সোনাই বনাম সোনাই ও তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সোনাই এবং বাঁশকান্দি।

প্রতিটি ম্যাচেই খেলোয়াড়েরা দারুণ উৎসাহ ও খেলাধুলার ন্যায্য নিয়ম মেনে অংশগ্রহণ করে, যা বিভিন্ন ব্লকের তরুণ খেলোয়াড়দের প্রতিভা ও সম্ভাবনাকে তুলে ধরে।

এই ক্রীড়া অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর এবং বোটানি বিভাগের প্রধান সাহাজান আহমেদ লস্কর।

আগামীকাল সকাল ১০টা থেকে কাবাডি প্রতিযোগিতা শুরু হবে। এরপর ফুটবল ও ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হবে।

Spread the News
error: Content is protected !!