আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে নবজাত কন্যা শিশুদের মধ্যে বিতরণ প্রয়োজনীয় কিট
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : কাছাড়ের নারী ও শিশু উন্নয়ন বিভাগ পালন করল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এ উপলক্ষে সোমবার শিলচরের সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বেটি বাঁচাও বেটি পড়াও (BBBP) প্রকল্পের আওতায় পাঁচজন নবজাতক কন্যা শিশুর মধ্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় কিট, যার মাধ্যমে নবজাতকের জন্মলগ্ন থেকেই লিঙ্গ সমতার বার্তা পৌঁছে দেওয়া হল সমাজে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত ও জেলা সমাজকল্যাণ আধিকারিক (দায়িত্বপ্রাপ্ত) দীপা দাস, এবং সিভিল হাসপাতালের অধ্যক্ষ ডাঃ অরূপ পাটোয়া। পাশাপাশি নারী ক্ষমতায়ন কেন্দ্র কাছাড়ের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ব্যক্তিগতভাবে হাসপাতালের মাতৃ বিভাগে উপস্থিত পাঁচ নবজাত কন্যার মায়ের হাতে প্রয়োজনীয় কিট তুলে দেন। পরবর্তীতে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত মায়েদের উদ্দেশে সরকারি আধিকারিকরা মিশন শক্তির অধীনে চলমান বিভিন্ন মহিলা ও শিশু কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সহকারী আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত সমাজ কল্যাণ আধিকারিক দীপা দাস বলেন, “এই ধরনের উদ্যোগ সমাজে কন্যা শিশুর মূল্যবোধ প্রতিষ্ঠা করতে, লিঙ্গভিত্তিক বৈষম্য রোধ করতে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে সমান সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য এমন এক সমাজ গঠন করা, যেখানে প্রতিটি কন্যা শিশুর জন্ম আনন্দের সঙ্গে উদযাপিত হবে।”