কটামণিতে চ্যাম্পিয়ন বাজারিছড়া পুলিশ একাদশ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মধ্য দিয়ে খেতাব অর্জন করক বাজারিছড়া পুলিশ একাদশ। লোয়াইরপোয়া ব্লকের বৃহত্তর কটামণি এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেতাব লড়াই জমে উঠে। রবিবার কটামণির তেজপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মধ্য দিয়ে বাজারিছড়া এফসি-কে টাইব্রেকারে পরাজিত করে বাজারিছড়া পুলিশ একাদশ। ম্যাচের শুরু থেকেই দুই দলেই ছিল টানটান উত্তেজনা। খেলার শুরুতেই আক্রমণ ও পাল্টা আক্রমণের ঝড় তোলে উভয় দল। মাঠে দর্শকদের উৎসাহ আর হাততালিতে মুখর হয়ে ওঠে গোটা তেজপুর খেলার মাঠ।

তবে নির্ধারিত ৯০ মিনিট সময় শেষে কোনও দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজারিছড়া পুলিশ একাদশ ৫–৪ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়নের খেতাব দখল করে।

রোমাঞ্চকর ফাইনালের পর অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত ও আনন্দঘন পুরস্কার বিতরণী সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান, যিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন  বাজারিছড়া থানার ওসি আনন্দ মেধি, সেকেন্ড ওসি প্রভাকর চৌধুরী, নাগ্রা পুলিশ পেট্রোল পোস্টের আইসি এলসি ক্রু, চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের আইসি প্রণব মীলি এবং এলাকার বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তোলে দেন প্রাক্তন জিপি সভাপতি বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান ও নাগ্রা পুলিশ পেট্টল পোস্টের আইসি এলসি ক্রু।এবং আয়োজক কমিটির পক্ষ থেকে এহসান চৌধুরী ও আলি শাহনাওজ রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

Spread the News
error: Content is protected !!