২৩ জন সেনার মৃত্যু, মানল পাকিস্তান

১৩ অক্টোবর : শনিবার রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তানের তালিবানি সেনা। তাদের হাতে প্রাণ হারিয়েছেন ২৩ জন পাক সেনা। সেকথা মেনে নিল ইসলামাবাদ। পালটা তাদের হামলায় ২০০ জন তালিবান এবং তাদের সহযোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হল।

পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, রাতভর সংঘর্ষে ২৩ জন পাক সেনা শহিদ হয়েছেন। জখম একাধিক। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০০-র বেশি তালিবান, টিটিপি, বালুচ সদস্যের মৃত্যু হয়েছে। জখম একাধিক। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের (Afghanistan) এই হামলার একেবারেই অর্থ ছিল না। তাদের তরফে কোনো প্ররোচনা দেওয়া হয়নি। তালিবানের একটি শাখা পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন সক্রিয়। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ভারত এই গোষ্ঠীকে সমর্থন করে। রবিবারের বিবৃতিতেও সে কথা বলা হয়েছে। আফগানিস্তানের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে পাকিস্তান।

প্রসঙ্গত, শনিবার রাতে খাইবার পাখতুনখোয়ার আঙ্গুর আড্ডা, বাজৌর, খুররম, দির, চিত্রাল এবং বালোচিস্তানের বাহরাম চাহ এলাকায় পাক-আফগান সীমান্তে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিবৃতিতে বলা হয়েছে, আত্মরক্ষার্থে পালটা জবাব দিয়েছে পাক বাহিনী। গত বৃহস্পতিবার কাবুলে বোমা ফেলা হয়। ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে তালিবান সরকার। তারই জবাবে শনিবার পাক সীমান্তে হামলা চালানো হয়েছে বলে দাবি কাবুলের।

Spread the News
error: Content is protected !!