বন্ধ হতে চলেছে অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা- শিলচর-ইম্ফল পথের বিমান পরিষেবা, সরব বিডিএফ

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচর-কলকাতা আকাশপথে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যবাহী দীর্ঘকালীন বিমান পরিষেবা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি। এবার বন্ধ হতে চলেছে অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা -শিলচর-ইম্ফল পথের বিমান পরিষেবা। আগামী ২৬ অক্টোবর থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এই পথের অ্যালায়েন্স এয়ারলাইন্সের বিমান পরিষেবা। এ নিয়ে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

বন্ধ হতে চলেছে অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা- শিলচর-ইম্ফল পথের বিমান পরিষেবা, সরব বিডিএফ

এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, গুয়াহাটি, ডিব্রুগড় ইত্যাদি শহরে যেখানে বিমান পরিষেবার সংখ্যা বাড়ছে সেখানে শিলচরে একের পর এক পরিষেবা বন্ধ হচ্ছে। তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হওয়ায় এমনিতেই অসুবিধা ভোগ করছেন স্থানীয় বিমান যাত্রীরা। এবার অ্যালায়েন্স এয়ারলাইন্সের কোলকাতা শিলচর ইম্ফল পথের পরিষেবাও যদি বন্ধ হয়ে যায় তবে পরিস্থিতি আরো জটিল হবার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সেইক্ষেত্রে একমাত্র ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা চালু থাকবে। এবং একাধিপত্যের জন্য হয়তো তাঁরা আবারো বিমান ভাড়া বাড়িয়ে দশ/ পনের হাজার টাকা করবেন, যা  গুনতে হবে সাধারণ বিমানযাত্রীদের।

জয়দীপ বলেন, অ্যালায়েন্স এয়ারলাইন্সের এই পরিষেবা কেন্দ্রীয় সরকারের ভর্তুকিতে চলত। এই ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়া এই পরিষেবা বন্ধের কারণ বলে জানা গেছে। এই পরিষেবা বন্ধ হলে মণিপুর এবং বরাক উপত্যকার মানুষ বিশাল সমস্যার সম্মুখীন হবেন। ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের চাকরিজীবী তথা মুমুর্ষ রোগীর যাতায়াত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ হবে। তাই কেন্দ্রীয় ভর্তুকি না পেলেও উভয় রাজ্য সরকারকে ভর্তুকি দিয়ে এই পরিষেবা চালু রাখার দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, এই ব্যাপারে স্থানীয় বিধায়ক বা সাংসদরা এখনও নির্বিকার। অবিলম্বে তাদের এনিয়ে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Spread the News
error: Content is protected !!