কিংবদন্তী শিল্পী জুবিন গৰ্গকে মরণোত্তর ভারত রত্ন প্রদানের দাবি
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : কিংবদন্তী শিল্পী জুবিন গৰ্গকে মরণোত্তর ভাবে ভারত রত্ন প্রদানের দাবি জানালো দুই সংস্থা। ড. ভূপেন হাজরিকা ফ্যান্স অ্যাসোসিয়েশন আসাম এবং উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে এক ই-মেল পাঠিয়ে জুবিন গৰ্গের অবদানের প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর ভাবে ভারত রত্ন প্রদানের দাবি জানিয়েছেন।