নর্থ হাওয়াইথাঙে জয়ী আন্ডার ফিফটিন
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : নর্থ হাওয়াইথাঙে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফির নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল আন্ডার ফিফটিন। সোমবার তারা ১-০ গোলে হারায় পল্লী উন্নয়ন ক্লাবকে। খেলায় জয়সূচক গোলটি করেন বিয়ারা। খেলার ২২ মিনিটে তিনি গোল করেন। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিয়ারা। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন লস্কর।

ম্যাচ পরিচালনা করেন কামরুজ্জামান লস্কর, রাজীব আহমেদ লস্কর, প্রবীণ বর্মন, আবু আব্বাস। আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লায়লাপুর ইয়ং স্টার ও গ্যাঙমাইডু হাতিখাল।