স্বাধীনতার দীর্ঘ বছর পরও বিশুদ্ধ পানীয়জল থেকে বঞ্চিত হিলাড়া কলোনি

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : স্বাধীনতার প্রায় আট দশক পরও বিশুদ্ধ পানীয়জলের আশায় পথ চেয়ে আছে কাটিগড়ার হিলাড়া কলোনির শতাধিক পরিবার। পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই গ্রামের মানুষদের কাছে বিশুদ্ধ পানীয়জল এখনও এক অধরা স্বপ্ন। প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার পথ হেঁটে গ্রামের মহিলারা দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করে আনেন। জীবনযাপনের এই চরম দুর্ভোগের মাঝেও রাজনৈতিক আশ্বাস ছিল তাদের একমাত্র ভরসা।

গ্রামের মানুষদের আশা জেগেছিল যখন ‘জল জীবন মিশন প্রকল্পের’ আওতায় এই এলাকায় পানীয়জল সরবরাহ প্রকল্প অনুমোদিত হয়। জানা যায়, এই প্রকল্পের জন্য প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে আজ চুরমার হয়ে গেছে। প্রকল্পের কাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও আজ অবধি গ্রামবাসীর মুখে পড়েনি এক ফোঁটা বিশুদ্ধ জল।

গ্রামবাসীদের অভিযোগ, বরাদ্দ প্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। জলের ট্যাঙ্ক নির্মাণ করা হলেও পাইপলাইন এখনও পর্যন্ত বসানো হয়নি। এমনকি বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও নিম্নমানের কাজের কারণে স্থানীয় বিদ্যুৎ বিভাগ তা প্রত্যাখ্যান করেছে।

এই বিষয়ে পিএইচই শিলচর ডিভিশন ওয়ান এবং স্থানীয় নেতা-মন্ত্রীদের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনও ফল। গ্রামবাসী জানিয়েছেন, তাঁরা কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তিনিও সমস্যার কোনও সুরাহা করতে পারেননি। অভিযোগের তীর উঠেছে স্থানীয় রাজনীতির দিকেও।

গ্রামবাসীদের মতে, বরাদ প্রাপ্ত ঠিকাদার স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত রেখেই এলাকা ত্যাগ করেন। প্রকল্পের জন্য আনা বেশ কিছু পাইপও পরে রহস্যজনকভাবে স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে। বছরের পর বছর ধরে নির্বাচনের আগে রাজনীতিকদের মিষ্টি প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে হিলাড়া কলোনির মানুষ। কিন্তু নির্বাচন শেষ হতেই যেন তারা হয়ে পড়েছেন উপেক্ষিত। এবার আর প্রতিশ্রুতিতে বিশ্বাস নয় — এমনটাই জানিয়েছেন গ্রামবাসী। আর আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা না হয়, তবে ভোট বয়কটের হুমকি দেন জনতা।

Spread the News
error: Content is protected !!