পরিকল্পিত হত্যাকাণ্ড! জুবিনের সহযোগী বাদ্যশিল্পী শেখরের বিস্ফোরক মন্তব্য
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : কোনও দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অসমবাসীর প্রাণের শিল্পী জুবিন গর্গ! বিস্ফোরক এই দাবি করেছেন প্রয়াত শিল্পীর সহযোগী বাদ্যশিল্পী শেখর গোস্বামী।
জুবিন গর্গের মৃত্যুর মামলায় ইতিমধ্যে শেখর গোস্বামীকে গ্রেফতার করেছে CID। তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের সময় শেখর এই বিস্ফোরক স্বীকারোক্তি দেন। তার বক্তব্যকে সমর্থন করেছেন ইতিমধ্যেই গ্রেফতার হওয়া গায়িকা অমৃতপ্রভা মহন্তও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া নিশিতা গোস্বামী, বলে SIT জানিয়েছে।
শেখর গোস্বামীর এমন স্বীকারোক্তির পর, এখন জুবিন গর্গের মৃত্যুর পেছনে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ঘটনায় তদন্তকারী দল FIR-এ জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার নাম প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে। তার বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, হত্যা এবং “culpable homicide not amounting to murder”-এর মতো গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
তদন্তে শেখর আরও বিস্ফোরক তথ্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী, সিদ্ধার্থ শর্মাই জুবিন গর্গের মৃত্যুকে দুর্ঘটনার রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। সিঙ্গাপুরের হোটেলে থাকার সময়ও সিদ্ধার্থের আচরণ ছিল সন্দেহজনক বলে শেখর জানান।
এছাড়াও শেখর দাবি করেছেন, ইয়ট পার্টিতে যাওয়ার সময় সিদ্ধার্থ নাবিকের কাছ থেকে ইয়টটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। শুধু তাই নয়, সিঙ্গাপুরস্থ অসম অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় ফুকনের মদ আনার প্রস্তাবও তিনি নাকচ করে নিজে মদের ব্যবস্থা করেন বলে অভিযোগ।
জুবিন যখন সাগরে সাঁতার কাটছিলেন, তখন তার বিপদের মুহূর্তে সাহায্য না করে সিদ্ধার্থ ‘যাব দে, যাব দে’ বলে চিৎকার করেছিলেন বলে শেখর দাবি করেন। একজন সাঁতার জানে এমন ব্যক্তির এইভাবে জলে ডুবে যাওয়া সম্ভব নয় বলেও তিনি জোর দিয়ে বলেন।
শেখরের ভাষ্যমতে, সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহন্ত মিলে জুবিনকে বিষ খাইয়ে হত্যা করার পরিকল্পনা করেন। এছাড়াও ইয়টের ভিডিও ফুটেজ কাউকে না দেওয়ার জন্য সিদ্ধার্থ হুমকিও দেন বলে শেখর অভিযোগ করেছেন।
সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, জুবিনের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়লে তার মুখ ও নাক দিয়ে ফেনা বেরোতে শুরু করেছিল, তবুও সিদ্ধার্থ তা অ্যাসিডিটির সমস্যা বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে শেখর জানান।
SIT-এর দাবি, অমৃতপ্রভা মহন্ত ও নিশিতা গোস্বামীর জবানবন্দীতেও শেখরের এই বক্তব্যের সঙ্গে সাযুজ্য পাওয়া গেছে।