মায়ের বিদায়ের আবেগঘন সন্ধ্যায় শ্রীভূমি শহরে ভিড়ের ঢল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : সন্ধ্যা নেমে আসতেই শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট সহ রাজপথ প্রাণবন্ত হয়ে উঠেছে। দুর্গা মায়ের বিদায়ের মুহূর্তে উপচে পড়া দর্শনার্থীদের ঢল রঙে, আলোতে ও সুরে ভরে তুলেছে পুরো শহর। ভিড়ে ঠাসা রাজপথে আগে আগে মা দুর্গার বহনকারী লরি ও ডিজে সিস্টেম। এতে শহরের রাজপথে ভিড়ের মাঝে অনেকে গান এবং ঢোলের তালে নাচে মেতে উঠেছেন। বাতাসে আছে আবেগ আর আনন্দের মিলিত ছোঁয়া। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের বিদায় ও ভক্তরের উত্তাল নৃত্য দেখতে ভিড় জমে উঠে।
দর্শকরা জানিয়েছেন, বিদায়ের এই সময়টা শুধু বিদায় একসঙ্গে উদযাপনের আনন্দের এক অনন্য মুহূর্ত। প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ভিড়ের মাঝেও সকলেই নিরাপদে এবং আনন্দে উৎসব উপভোগ করতে পারেছেন। রাতের আলো আর সঙ্গীতের ঝলকানিতে যেন শহর পুরোটা এক উৎসবমুখর পরিবেশে মিশে গেছে।
দুর্গা মায়ের বিদায় এ যেন শ্রীভূমির মানুষদের একতার, আনন্দের ও আধ্যাত্মিক উদ্দীপনার উৎসব।