শ্রীকোণায় শিবিরে আসাম রাইফেলসের ৯০ জন জওয়ানের রক্তদান

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : আসাম রাইফলসের প্রায় ৯০ জন জওয়ান উৎসাহের সঙ্গে রক্তদান করেন। বুধবার স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণকে সমর্থন করার এক অঙ্গীকারবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে আসাম রাইফেলস শিলচর মেডিক্যাল কলেজের সঙ্গে যৌথভাবে শিলচরের শ্রীকোণায় জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে। শিবিরে প্রায় ৯০ জন জওয়ান উৎসাহের সঙ্গে রক্তদান করেন।

এই আয়োজনটি জরুরি পরিস্থিতিতে নিরাপদ রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি আসাম রাইফেলসের সামাজিক দায়িত্ববোধকেও প্রতিফলিত করে।
শিবিরের মূল উদ্দেশ্য ছিল স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং রক্তব্যাঙ্কগুলোতে রক্তের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করা।
