আজ বিজয়া দশমী, শুভেচ্ছা

আজ বিজয়া দশমী, শুভেচ্ছা

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : বিজয়া দশমী বা দশেরা বাঙালি সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। দুর্গাপূজার পাঁচ দিনের আনন্দ, ভক্তি ও উল্লাসের সমাপ্তি ঘটে এই দিনেই। মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার বিজয়ের দিনকে স্মরণ করেই বিজয়া দশমী পালিত হয়। ধর্মীয় দিক থেকে এটি মন্দের উপর সৎ শক্তির জয়, আর সামাজিক দিক থেকে মিলনমেলার এক অপূর্ব মুহূর্ত।

আজ বিজয়া দশমী, শুভেচ্ছা

এই দিনে সকালে দেবীর “বিসর্জন” হয়। প্রতিমার চোখে সিঁদুর দিয়ে মহিলারা দেবীর মঙ্গল কামনা করেন এবং একে অপরের সঙ্গে “সিঁদুর খেলা”য় অংশ নেন। পুরুষেরা আলিঙ্গন করে, মহিলারা প্রণাম করেন—সবাই একে অপরকে “শুভ বিজয়া” জানায়। দূরে থাকা আত্মীয়-স্বজনের কাছে শুভেচ্ছা বার্তা পাঠানোও এই প্রথার একটি অংশ।

বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো একে অপরের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করা। পারিবারিক বন্ধন, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে এই দিনে। পাশাপাশি, দেবীর বিদায়ের বেদনার সঙ্গে মিশে থাকে আগামী বছরে তাঁকে আবার আহ্বান করার আশা।

সুতরাং, বিজয়া দশমী শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আনন্দ ও বেদনার মিশ্রণে ভক্তি, ঐক্য ও সামাজিক সৌহার্দ্যের প্রতীক।

পাঠক, শুভাকাঙ্খী, বিজ্ঞাপনদাতা সবাইকে বরাক তরঙ্গ গ্রুপ বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালবাসা জানায়।

Spread the News
error: Content is protected !!