কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ল DA
১ অক্টোবর : দুর্গাপুজো শেষের আগেই বিরাট সুখবর। ফের ডিএ বা মহার্ঘ্য ভাতা বাড়াল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। দশমী এবং দীপাবলির মতো উৎসবের আগে এই মহার্ঘ্য ভাতায় খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারি মহলে।
এর ফলে, মূল বেতন এবং পেনশনের হার ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে পৌঁছবে। businesstodayর রিপোর্ট অনুসারে, ১ জুলাই, ২০২৫ থেকে বর্ধিত হারে ডিএ পাবেন তাঁরা। অর্থাৎ অক্টোবরের বেতনের সঙ্গে ,জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়াও দীপাবলির ঠিক আগে পেয়ে যাবেন তাঁরা। অর্থাৎ দীপাবলিতে সত্যই ঝলমল করবে তাঁদের ঘর। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১.১৫ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।