শক্তিশালী ভূমিকম্প ফিলিপিন্সে, মৃত্যু ৬০, আহত শতাধিক

১ অক্টোবর : জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। ভূমিকম্পের মাত্রা ৬.৯। মঙ্গলবার রাতে হওয়া ভূমিকম্পে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহতের সংখ্যা শতাধিক পার।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল সেবু প্রদেশের বোগো শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। প্রায় ৯০ হাজার মানুষের বাস এই অঞ্চলে। জনবসতিপূর্ণ এই অঞ্চলে ভূমিকম্পের জেরে শহর ও আশেপাশের গ্রামগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বোগো শহর। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে ভেঙে পড়েছে ফিলিপিন্সের বান্তায়ান চার্চ। ভূমিকম্পে বান্তায়ানে অবস্থিত কয়েক শতাব্দী প্রাচীন প্যারিশ অফ সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেলও ধ্বংস হয়ে যায়।

ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। বিশেষজ্ঞদের দাবি, এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ। মাঝেমধ্যেই সেখানে ভূমিকম্প হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে তা এতটাই দুর্বল হয় যে মানুষ তা অনুভব করতে পারে না। তবে গতরাতের কম্পনের মাত্রা বেশ জোরাল ছিল। কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে।