মণ্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এহছান আলি প্রয়াত
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : সোনাইয়ের সাতকরাকান্দি জিপির বাসিন্দা তথা মণ্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এহছান আলি লস্কর আর নেই। মঙ্গলবার বিকেল ৪-২০ মিনিটে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন।
প্রয়াত লস্কর একজন সহজ ব্যক্তি ছিলেন। তাঁর অমায়িক ব্যবহারে সবার মনে স্থান করে নিয়েছিলেন। তাঁর স্ত্রী জিপির সভাপতি ছিলেন এবং তিনি প্রতিনিধি হিসেবে জনগণের কাজ করেছেন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় ঘটিকার সময় ঝাঞ্ঝারবালী বড় মসজিদ ইদগাহ ময়দান জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি রেখে গেছেন স্ত্রী, চার ছেলে, এক মেয়ে সহ আত্মীয় স্বজন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া, প্রাক্তন সভাপতি খসরু আলম চৌধুরী, বাবুল আহমদ বড়ভূইয়া, সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, সমাজকর্মী আহমদুল্লাহ বড়ভূইয়া প্রমুখ। এ ছাড়া প্রাক্তন সোনাই বিধায়ক এনামুল হক লস্কর ফোনে খবর নিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।