বিটিসি নির্বাচন : ১১টি আসন বৃদ্ধি বিপিএফের! ৪০টি কেন্দ্রে কে কোথায় জিতলেন দেখে নিন
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : বিটিসি নির্বাচনে হাগ্রামার জাদু সবাইকে অবাক করেছে। এইবারের নির্বাচনে পূর্বের তুলনায় ১১টি আসন বৃদ্ধি পেয়েছে বিপিএফের। উল্টো আগের নির্বাচনের তুলনায় ৫টি আসন কমেছে ইউপিপিএলের। বিজয়ী হলেন বিপিএফের খালিলুর রহমান। ইউপিপিএলও কিছু আসনে জয় পেলেও বিজেপির চারটি আসন কমেছে এবং কংগ্রেস এক আসন থেকে শূন্যে নেমে এসেছে।

বিটিসির ৪০টি পরিষদীয় কেন্দ্রে কে কোথায় জয়ী হলেনঃ
পর্বতঝোরা কেন্দ্রে বিপিএফের প্রার্থী মুনমুন ব্রহ্ম জয়ী।
গোমা কেন্দ্রে বিপিএফের মহম্মদ আনতাছ আলির জয়।
শ্রীরামপুর কেন্দ্রে ইউপিপিএলের উইলসন হাসদার জয়।
জামদুয়ার কে বিপিএফের উইলিয়াম নার্জারীর জয়।
চড়াইবিল কেন্দ্রে বিপিএফের মৃত্যুঞ্জয় নাজারীর জয়।
কচুগাঁও কেন্দ্রে বিপিএফের রবিরাম নার্জারীর জয়।
ডতমা কেন্দ্রে বিপিএফের প্রকাশ বসুমতারীর জয়।
ফকিরাগ্রাম কেন্দ্রে বিপিএফের মহম্মদ আজমুল হকের জয়।
বনরগাঁও কেন্দ্রে বিপিএফের জুবিরাজ বসুমতারীর জয়।
দেওরগাঁও কেন্দ্রে বিপিএফের হাগ্রামা মহিলারীর জয়।
ব্রাওখুনগড়ি কেন্দ্রে বিপিএফের ধনেশ্বর গরায়ীর জয়।
সালাকাটি কেন্দ্রে বিপিএফের ডেরহাচাট বসুমতারীর জয়।
চিরাং কেন্দ্রে বিপিএফের চুকুরসিং মুছাহারীর জয়।
চিরাং দুয়ার কেন্দ্রে ইউপিপিএলের খাম্ফা বসুমতারীর জয়।
কাজলগাঁও কেন্দ্রে বিপিএফের পানীরাম ব্রহ্মর জয়।
নিছিমান কেন্দ্রে বিপিএফের জেমস বসুমতারীর জয়।
চপাইজহর কেন্দ্রে বিপিএফের ধীরাজ বরগয়ারীর জয়।
মানস চেরফাং কেন্দ্রে ইউপিপিএলের ধনঞ্জয় বসুমতারীর জয়।
থুরিবাড়ি কেন্দ্রে বিপিএফের খালিলুর রহমানের জয়।
মথনগুড়ি কেন্দ্রে বিপিএফের আখতারা আহমেদের জয়।
শালবাড়ি কেন্দ্রে বিপিএফের দিগন্ত গয়ারীর জয়।
ককলাবাড়ি কেন্দ্রে ইউপিপিএলের মন্টু বড়োর জয়।
দিহিরা কেন্দ্রে বিপিএফের অগুস্টুট টিগার জয়।
মুসলপুর কেন্দ্রে ইউপিপিএলের রাকেশ ব্রহ্মর জয়।
বাগানপাড়া কেন্দ্রে বিজেপির রেখারানি দাস বড়োর জয়।
দরংগাজুলি কেন্দ্রে বিজেপির বিজিত গৌড়া নার্জারীর জয়।
নাগ্রিজুলি কেন্দ্রে বিজেপির লক্ষ্মী দাসের জয়।
গয়বাড়ি কেন্দ্রে ইউপিপিএলের প্রমোদ বড়োর জয়।
শুক্লাই চেরফাং কেন্দ্রে বিপিএফের গণেশ কছারীর জয়।
গোরেশ্বরে বিপিএফের মহেশ্বর বসুমতারীর জয়।
খৈরাবাড়ি কেন্দ্রের বিপিএফের লৌংসরাও দৈমারীর জয়।
ভেরগাঁও কেন্দ্রে ইউপিপিএলের দাওবৈছা বড়োর জয়।
ননবি চেরফাং কেন্দ্রে বিপিএফের পল টপ্পর জয়।
খালিং দুয়ার কেন্দ্রে বিজেপির অর্জুন দৈমারীর জয়।
মৌদবিবাড়ি কেন্দ্রে বিজেপির দিগন্ত বরুয়ার জয়।
হরিশিঙা কেন্দ্রে বিপিএফের ত্রিদীপ দৈমারীর জয়লাভ।
ধনশিরি কেন্দ্রে বিপিএফের ফ্রেশ মুসাহারির জয়লাভ।
ভৈরবকুণ্ড কেন্দ্রে বিপিএফের রিহন দৈমারীর জয়লাভ।
পাচনী চেরফাং কেন্দ্রে বিপিএফের শ্যাম চুণ্ডীর জয়লাভ।
রৌতা কেন্দ্রে বিপিএফের চরণ বড়োর জয়লাভ।