সোনাই এমএলএ কাপে জয়ী রাজগোবিন্দপুর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমি পরিচালিত এমএলএ কাপ ফুটবলে বুধবার রাজ গোবিন্দপুর এফসি-কে উতরে দিলেন দাওয়ানগা। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে টানটান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয়ী হয় রাজ গোবিন্দপুর। নগদীর গ্রামের আলতাফ এফসি দুরন্ত ফুটবল প্রদর্শন করলেও মূলতঃ দাওয়ানগার কাছেই আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যায় তারা। দাওয়ানগা ম্যাচের নির্ণায়ক গোলটি করেছেন ৪৫ মিনিটে। ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল। তবে জাতীয় রেফারি আব্দুল মজিদ চৌধুরী শক্ত হাতে ম্যাচ পরিচালনা করায় সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় খেলা।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন দাওয়ানগা। দিনের পুরস্কার বিতরণী পর্বে তার হাতে স্মারক তুলে দেন খুরশিদ আলম।

সোনাই এমএলএ কাপে জয়ী রাজগোবিন্দপুর

সেরা গোলরক্ষকের পুরস্কার পান ভেঙগা। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন অভয় দে। সেরা ডিফেন্ডার মেলভিকে পুরস্কৃত করেন জুনো বাবু। সেরা লিঙ্কম্যান মারলোর হাতে পুরস্কার তুলে দিয়েছেন শিকন বড়ভূইয়া। ম্যাচে দর্শকদের নজর কেড়েছেন মাতুই। সেরা প্রতিশ্রুতিবান খেলোয়াড় হিসেবে তাঁকে পুরস্কৃত করেন মঞ্জুর হোসেন ও আমিন আহমেদ। খেলা পরিচালনা করেছেন আব্দুল মজিদ চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন শহিদ চৌধুরী, হুসেইন বড়ভুইয়া ও বদরুজ্জামান। ক্রীড়াসূচি অনুযায়ী বৃহস্পতিবার ডুংরিপার এফসি-র মুখোমুখি হবে রূপাইবালি এফসি।

Spread the News
error: Content is protected !!