টানা বৃষ্টি, জলের তলায় বইয়ের স্তূপ, কয়েক কোটির ক্ষতির মুখে

২৪ সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে ভাসল কলকাতার বইপাড়াও। পুজোর মুখে কার্যত মাথায় হাত বই ব্যবসায়ীদের। অনেকেরই আশঙ্কা, এই বৃষ্টির ফলে কয়েক কোটির ক্ষতির মুখে পড়তে পারে বইপাড়া। কলেজ স্ট্রিট এবং সূর্য সেন স্ট্রিটের বিস্তীর্ণ এলাকায় বহু প্রকাশনা সংস্থার দপ্তর রয়েছে। ওই এলাকায় ছোট-বড় অনেক প্রকাশনা সংস্থা রয়েছে। গোটা এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে। বইয়ের স্তূপ এখন জলের নিচে।

কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটও ক্ষতিগ্রস্ত। একতলায় যাঁদের দোকান, তাঁদের অধিকাংশ বইই এখন জলমগ্ন। এই ক্ষতির জেরে বইপাড়ার ব্যবসায়ীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁরা জানেন না কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন। প্রকাশকরা জানিয়েছেন, এভাবে বৃষ্টি হবে জানা ছিল না। আবহাওয়া দপ্তরের তরফেও কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। আগে থেকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।

টানা বৃষ্টি, জলের তলায় বইয়ের স্তূপ, কয়েক কোটির ক্ষতির মুখে

এক নামজাদা প্রকাশক জানিয়েছেন, দোকান ও গোডাউনে জল ঢুকে গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রচুর নতুন বই নষ্ট হয়ে গিয়েছে। কলেজ স্ট্রিটে প্রচুর ছোট বুক স্টল রয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারাও। দোকানের কর্মীরা জানিয়েছেন, প্রচুর বই ছাড়াও পুজো সংখ্যা জলে ভিজে গিয়েছে। কীভাবে ক্ষতি সামাল দেওয়া হবে, তা ভেবে পাচ্ছেন না তাঁরা।

Spread the News
error: Content is protected !!