জুবিমকে শ্রদ্ধা জানাতে বন বিভাগের গাছের চারা বিতরণ
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : মঙ্গলবার পঞ্চভূতে বিলীন হলেন কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ। আর এদিনই গাছের চারা বিতরণ করে কিংবদন্তি শিল্পী তথা পরিবেশপ্রেমী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানালো হাইলাকান্দি বন বিভাগ। মঙ্গলবার হাইলাকান্দি কলেজ রোডের জেলা বন কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জেলা বন আধিকারিক অখিল দত্ত পুষ্পার্ঘ্য অর্পণ করে জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে বন বিভাগ ও পশুপালন বিভাগের কর্তারা, স্থানীয় সংগঠনের প্রতিনিধি এবং বহু জুবিন অনুরাগী জুবিন গার্গের প্রতিচ্ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জুবিনের গানের মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি জানান একাংশ বন কর্মীরা। পরে পরিবেশপ্রমী জুবিন গার্গের স্মরণে ডিএফও অখিল দত্তের মায়ের হাতেও একটি গাছের চারা তুলে দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তব্যে জুবিন গর্গের সঙ্গীত জীবনের সাফল্য, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষার প্রতি তাঁর অবদান নিয়ে আলোচনা করেন অনেকেই।
অনুষ্ঠানে জেলা পশুপালন বিভাগের কর্মকর্তারা বলেন, “জুবিন গার্গ শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। প্রকৃতির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করবে।” এদিন এ উপলক্ষে বন বিভাগের পক্ষ থেকে প্রতীকী হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। বন কর্মকর্তারা জানান, জুবিন গর্গ যেভাবে পরিবেশ রক্ষার পক্ষে কথা বলেছেন, সেই আদর্শকে সামনে রেখে আজকের প্রজন্মকে সচেতন করতে চান তাঁরা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সবাই জুবিন গর্গের গান, তাঁর চিন্তা ও জীবনদর্শন চিরকাল প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে বলে মনে করেন।