মাঝরাতেই শেষ শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর, সোনাপুরে নিয়ে যাওয়া হল জুবিনের নশ্বর দেহ

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : জুবিন গর্গের নশ্বর দেহ সোনাপুরে নিয়ে যাওয়া হয়েছে। সরুসজাই থেকে যাত্রা শুরু করেছে জুবিন গর্গের শোকসভার শোভাযাত্রা। জুবিনের দেহের সঙ্গে রয়েছেন গরিমা গর্গ। সঙ্গী হয়েছেন পামি বড়ঠাকুর ও রাহুল গৌতম শর্মা। পাশাপাশি রয়েছেন অরুণ গর্গও। জুবিনের সঙ্গে গেছেন মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা।

এ দিকে,  নির্ধারিত সময়ের আগেই জুবিন গর্গের দেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মাঝরাতে সরুসজাইতে উপস্থিত হয়ে শেষবারের মতো জুবিন গর্গকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী পবিত্র মার্ঘেরিটাও।

মাঝরাতেই শেষ শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর, সোনাপুরে নিয়ে যাওয়া হল জুবিনের নশ্বর দেহ

এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বিমল বরা, প্রমোদ বরা, পুলিশ মহাপরিদর্শক হরমিত সিং এবং গুয়াহাটি মহানগর আয়ুক্ত পার্থসারথি মহন্ত।

মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্পণের পর জুবিন গর্গের দেহকে পুষ্পরথে করে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Spread the News
error: Content is protected !!