শ্রীভূমিতে নিক্ষয় মিত্র দত্তক কর্মসূচি অনুষ্ঠিত

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার শ্রীভূমির বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এক নিক্ষয় মিত্র দত্তক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৮৮ জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়া হয়। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. সুমনা নাইডিং, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, রাজ্যসভার প্রাক্তন সদস্য মিশনরঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বনিক, বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা টিবি অফিসার ডা. রোশন আরা বেগম, এনএইচএম এর ডিপিএম হানিফ মোঃ কে. আলম, ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএইচএম এর ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট  সুমন চৌধুরী।

এই কর্মসূচির মাধ্যমে সমাজের যৌথ দায়িত্ববোধকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যাতে যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সুস্থতার জন্য পুষ্টিগত ও সামাজিক সহায়তা নিশ্চিত করা যায়। এটি জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (NTEP)-এর লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গ-এর অকাল প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

Spread the News
error: Content is protected !!