শান্তিপূর্ন পরিবেশে ও সুষ্ঠভাবে দুর্গাপুজো পালনে সোনাইয়ে সভা

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : শান্তিপূর্ন পরিবেশে ও সুষ্ঠভাবে দুর্গাপুজো পালনের লক্ষ্যে রবিবার  প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় সোনাইয়ে। থানা লেভেলকমিটির সভাপতি সন্দীপন নাথের পৌরহিত্ব্যে আয়োজিত সভায় প্রতি বছরের ন্যায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের নির্দশাবলী মেনে দুর্গোৎসব পালনের জন্য বিভিন্ন বক্তা পুজো কমিটির  কর্মকর্তাদের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সন্দীপন নাথ। এছাড়া বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি রায়, সহ-সভাপতি মোস্তাফা জামান লস্কর, সোনাই পুরসভার পক্ষে ভাইস চেয়ারম্যান সাহারুল আলম সেখ, স্থানীয় প্রশাসনের পক্ষে আব্দুল  কুদ্দুস মজুমদার, পুলিশ প্রশাসনের পক্ষে  সিআই ইস্ট আর, টেরং, সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। এছাড়া বিজেপি নেতা ভজন সেন, বিদ্যুৎ বিভাগ ও দমকল বাহিনীর   কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাহুল দে।
সভার পর সোনাই এলাকায় শান্তিপূর্ন পরিবেশে দুর্গোৎসব পালনের লক্ষ্যে পুনরায় বাপ্পি রায়কে সভাপতি ও রাহুল দে-কে সম্পাদক মনোনীত করে বিশাল কমিটি গঠন করা হয়।

Spread the News
error: Content is protected !!