জুবিনের শেষকৃত্যের সমাগম বিশ্বে চতুর্থ বৃহত্তম জনসমাগম
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : কিংবদন্তি জুবিন গর্গকে শেষবার দেখার জন্য ছুটে এলেন লক্ষ লক্ষ ভক্ত। আর সেটা লিমকা বুক অব রেকর্ডস জুবিন গর্গের শেষকৃত্যকে বিশ্বে চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসেবে তালিকাভুক্ত করেছে। রবিবার ভক্তরা তাঁদের হৃদয়ছোঁয়া নানা উপায়ে শ্রদ্ধা জ্ঞাপন করে জুবিন গর্গের প্রতি মানুষের অপার ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করলেন। মানুষের সনাগমে গুয়াহাটির রাস্তাগুলি থমকে গিয়েছিল। শহরের প্রতিটি কোণ শোকস্তব্ধ হয়ে উঠেছিল।
জনসমাগমের ব্যাপকতা স্বীকার করে, লিমকা বুক অব রেকর্ডস জুবিন গর্গের শেষকৃত্যকে বিশ্বে চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসেবে তালিকাভুক্ত করেছে। লিমকা বুক অব রেকর্ডসে প্রথমে রয়েছেন মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং রানি এলিজাবেথ। এরপরেই জুবিন গর্গের শেষকৃত্যের জনসমাগম। এই স্বীকৃতি জুবিন গর্গের জনপ্রিয়তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল, প্রমাণ করল যে তিনি সত্যিকার অর্থেই মানুষের হৃদয়ের ‘সুপারস্টার’।