সিদ্ধার্থের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার কাতর আবেদন গরিমার

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : জুবিনের মৃত্যুর পরই তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ওই অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আর এরপরই হাতজোড় করে সিদ্ধার্থের বিরুদ্ধে করা এফআইআর তুলে নেওয়ার কাতর আর্জি জানালেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ।

একটি ভিডিও বার্তায় প্রয়াত গায়কের স্ত্রী জুবিনের শেষকৃত্যে ম্যানেজার সিদ্ধার্থকে থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে এফআইআর তুলে নেওয়ার কথাও বলেছেন। গরিমার জানান, পেশায় ম্যানেজার হলেও বাস্তবে সিদ্ধার্থকে জুবিন নিজের ভাইয়ের মতোই দেখতেন। এমনকি সিদ্ধার্থকে কেউ খারাপ কিছু বললে খুব অসন্তুষ্ট হতেন জুবিন। তাঁর কথায়, ‘জুবিনের শেষ যাত্রায় দয়া করে সিদ্ধার্থকে থাকতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওঁকে ছাড়া এই পরিস্থিতি সামলে ওঠা আমার পক্ষে অসম্ভব।’

Spread the News
error: Content is protected !!