নবরাত্রির প্রথম দিন থেকেই জিএসটি সংস্কারের সুবিধে পাবেন দেশবাসী, জাতির উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর : নবরাত্রির প্রথম দিনেই দেশের মানুষ জিএসটি সংস্কারের লাভ পাবেন। এদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, ‘নবরাত্রির প্রথম দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেনতুন প্রজন্মের পণ্য ও পরিষেবা কর (GST) কার্যকর হয়ে যাবে।

প্রধানমন্ত্রী এদিন সকলকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘উৎসবকে কেন্দ্র করে সকলের মুখ মিষ্টি হবে। পরিবারে খুশি আসবে।’ এই নতুন প্রজন্মের জিএসটির হার ভারতের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলেও জানান তিনি। পাশাপাশি সব রাজ্যের উন্নয়ন হবে। মোদির  কথায়, সবাই নানা করের জালে ফেঁসেছিলেন। ফর্ম ভরতে নাজেহাল হতে হত সকলকে। এরজন্য গরিবদেরই ভুগতে হত বলেও জানান প্রধানমন্ত্রী। ২০১৪ সালে সকলের সুবিধার্থে তাঁর সরকার জিএসটি নিয়ে আসেন বলে জানান তিনি। এখন গোটা দেশে এক দেশ এক করের স্বপ্ন পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এখন শুধু ৫ ও ১৮ শতাংশই ট্যাক্স থাকবে। খাদ্যপণ্য, ওষুধ, সাবান, জীবনবিমা, স্বাস্থ্যবিমা-সহ অন্য বেশ কিছু পণ্য হয় করহীন হবে হবে নাহয় মাত্র ৫ শতাংশ ট্যাক্সে পাওয়া যাবে। গত ১১ বছরে দেশে ২৫ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সরকার ১২ লক্ষ টাকা আয়কে ইনকাম ট্যাক্স দেওয়া থেকে ছাড় দিয়েছে। একদিকে সংস্কারকৃত জিএসটি, অন্যদিকে ইনকাম ট্যাক্সে ছাড়ের কারণে মধ্যবিত্তের জীবনে বিরাট পরিবর্তন আসবে।

এদিন ভাষণে স্বদেশি পণ্য ব্যবহারের উপরেও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত যখন উন্নয়নের শিখরে ছিল, তখন দেশের অর্থব্যবস্থার মূল ভিত্তি ছিল ক্ষুদ্র-মাঝারি-কুটির শিল্প। ভারতে তৈরি পণ্যের মান অত্যন্ত ভাল হত। সেই গৌরবময় অধ্যায়কে পুনরুদ্ধার করতে হবে।’ মোদি জানান, একসময় দেশের স্বাধীনতা আন্দোলনের শক্তি ছিল স্বদেশি পণ্য। এবার দেশের উন্নয়নেও স্বদেশি পণ্যকে কাজে লাগাতে হবে।

Spread the News
error: Content is protected !!