সম্মিলিত লোক পরিষদের আগমণী অনুষ্ঠান ২৩শে

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : বর্ষা শেষে এসেছে শরৎ। নীল আকাশে সাদা মেঘ আর কাশফুলে প্রকৃতি সেজেছে নতুন সাজে। চারদিকে আগমনী বার্তায় এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। বরাক উপত্যকার লোক সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোক পরিষদ শিলচর এই আনন্দধারায় সামিল হওয়ার বাসনায় আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় শিলচর সংগীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে *উমা আইলা নাইওরে’ শীর্ষক আগমনী অনুষ্ঠানে নৃত্য-গীতের মাধ্যমে দেবীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে।

সম্মিলিত লোক পরিষদের সভাপতি ডঃ অনুপ কুমার রায় জানান মূলতঃ লোক সংস্কৃতির সংরক্ষণ, প্রচার ও প্রসারে কাজ করছে তাদের সংগঠন। ফলে এই আগমনী অনুষ্ঠানটিও লোক আঙ্গিকেই পরিবেশন করতে চান তারা। অনুষ্ঠানে যে সঙ্গীতালেখ্য পরিবেশিত হবে তা লিখেছেন এতোদঞ্চলের বিশিষ্ট লোক শিল্পী, গীতিকার ও সুরকার মনোরঞ্জন মালাকার। তিনি জানান আগমনী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সঙ্ঘের স্বামী বৈকুন্ঠানন্দজি মহারাজ। সাধারণ সম্পাদক মনোরঞ্জন মালাকার বলেন, আগমনী অনুষ্ঠানকে ঘিরে বিগত কিছুদিন ধরে চলছে জোরদার রিহার্সেল, তাছাড়াও সার্বিক ভাবে অনুষ্ঠানকে সফল করে তুলতে তৎপর রয়েছেন সংস্থার কর্মকর্তারা। তিনি আগমনী অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য আপামর লোক সংস্কৃতিপ্রেমী জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন। এদিকে রবিবার সংস্থার সভাপতির রাধামাধব রোডের বাসভবনে আয়োজিত রিহার্সেল অনুষ্ঠানে আসামের কিংবদন্তী সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। তার আকষ্মিক প্রয়াণে আসাম সহ গোটা দেশে সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেন সম্মিলিত লোক পরিষদের সভাপতি ড. অনুপ কুমার রায়। 

উল্লেখ্য এদিনের রিহার্সেল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপ-সভাপতি যথাক্রমে পণ্ডিত অনিমেষ দেব, শুক্কুর আলি মজুমদার, শেখর দেব ও ড. সূর্য্যসেন দেব, যুগ্ম সম্পাদক সৌমিক পাল, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সঙ্গীত সংযোজক বিধান লস্কর সহ অজিত দেব, তন্দ্রা রায়, ঝুমা বর্ধন, প্রমেশ দাস, শুক্লা নাথ, রেবা ভৌমিক, অমিতা নাথ, হীরা শুক্লবৈদ্য, রাজশ্রী চক্রবর্তী, রাজশ্রী নাথ, দিপালি নাথ, প্রবেশ দাস, পরিমল দাস, বাবলু শুক্লবৈদ্য, আশু দাস, সাগর দাস প্রমুখ। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন সম্মিলিত লোক পরিষদের প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

Spread the News
error: Content is protected !!