পুজোয় বৃষ্টি! বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাড়াচ্ছে চিন্তা

২১ সেপ্টেম্বর : মহালয়ার সকাল থেকেই ফের বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, যার জেরে পুজোর দিনগুলোয় বৃষ্টির আশঙ্কা আরও স্পষ্ট হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে বৃষ্টির সম্ভবনা বাড়ছে।

এছাড়া আন্দামান ও মায়ানমার উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেটি আগামী ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঢুকবে। এরপর ২৫ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ, যা ক্রমশ গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এর জেরে দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। বিশেষ করে নবমী ও দশমীতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে খবর সূত্রের।

Spread the News
error: Content is protected !!