সোনাইয়ে জুবিন স্মরণ, শোক প্রকাশ বিধায়কের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : অসম তথা দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রয়াণে শোক গোটা রাজ্য তথা দেশজুড়ে। প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রয়াণে বরাক উপত্যকায়ও  শোক প্রকাশ করছে বিভিন্ন সংস্থা সংগঠন। শনিবার বিকেলে সোনাইয়েও জুবিন গর্গকে স্মরণ করা হল। সোনাই ফুটবল ময়দানে স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার উপস্থিতিতে স্মরণসভা করা হয় জুবিনের। তার আত্মার সদগতি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, জুবিনের প্রয়ানে অপূরণীয় ক্ষতি হয়েছে। সোনাই তথা বরাকে জুবিনের প্রচুর ফ্যান রয়েছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য স্থানের মত বরাকেও ফ্যানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত জুবিনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

Spread the News
error: Content is protected !!