ধোঁয়াশায় মৃত্যুর কারণ, নিথরদেহ হস্তান্তর, তদন্ত করবে রাজ্য সরকার : হিমন্ত
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : কিংবদন্তি গায়ক জুবিন গর্গের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একাংশের দাবি, শুক্রবার নয়, বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মৃত্যু হয়। খবরটি গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ। অন্যদিকে জুবিনের স্ত্রীর দাবি, স্কুবা ডাইভিংয়ের সময় নয়, সাঁতার কাটার সময় খিঁচুনি ওঠায় তাঁর পেটে জল ঢুকে যায়। এর ফলে প্রাণহানি ঘটে।
এদিকে, জুবিন গর্গের মৃত্যুর তদন্ত করবে রাজ্য সরকার। অবশেষে সরুসজাই স্টেডিয়ামে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এই তদন্তের আওতায় আনা হবে শ্যামকানু মহন্তকে। পাশাপাশি তদন্তের আওতায় আসবেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মাও।
উল্লেখ্য, জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর সামাজিক মাধ্যমে শ্যামকানু মহন্তকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। পাশাপাশি জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার নামও উঠে আসে। জানা গেছে, জলে সাঁতার কাটার সময় জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। দুর্ঘটনার সময় জুবিনের সঙ্গে থাকা প্রত্যেককে তদন্তের আওতায় আনা হবে।
অন্যদিকে, সরুসজাইতে উপস্থিত হওয়ার পর মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানান, সিঙ্গাপুরে জুবিন গর্গের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে সঙ্গীতশিল্পী দল শেখরজ্যোতি গোস্বামী, সন্দীপন গর্গ এবং জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার হাতে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে।