বদলি হলেন কাছাড়ের চার সহ রাজ্যের ৯ পুলিশ ইন্সপেক্টর

বদলি হলেন কাছাড়ের চার সহ রাজ্যের ৯ পুলিশ ইন্সপেক্টর

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : রাঙ্গিরখাড়ি  ও ধলাই সহ রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশের ৯ জন ইন্সপেক্টরকে বদলি করা হল। শনিবার আইজিপি (প্রশাসন) এসপি মহন্ত এই বদলি সম্পর্কিত নির্দেশ জারি করেছেন। বদলি হওয়া ৯ জনের মধ্যে রয়েছেন কাছাড়ের চার জন। তাঁরা হলেন হিমাক্ষী নাথ, মনোজ বরুয়া, কমলেশ সিং ও অভিজিৎ কুমার বরুয়া।

এর মধ্যে হিমাক্ষী নাথকে বদলি করা হয়েছে বিশ্বনাথ জেলায়, মনোজ বরুয়াকে সদিয়ায়, কমলেশ সিংকে শিবসাগরে এবং অভিজিৎকুমার বরুয়াকে ভিঅ্যান্ডএসি ওয়াহাটিতে। কাছাড়ে বদলি হয়ে আসছেন বর্তমানে বিশ্বনাথ জেলায় কর্মরত বলরাম বরা, শিবসাগরে কর্মরত কুলেন্দ্রকুমার হোজাই, গোলাঘাটে কর্মরত বিতুপন চুতিয়া, ঢাকুরভিটা ১৭ এপি ব্যাটেলিয়নে কর্মরত রবীন টিমুং ও সদিয়ায় কর্মরত সি-ইম-সিং টিমুং।

বদলি হলেন কাছাড়ের চার সহ রাজ্যের ৯ পুলিশ ইন্সপেক্টর
বদলি হলেন কাছাড়ের চার সহ রাজ্যের ৯ পুলিশ ইন্সপেক্টর
Spread the News
error: Content is protected !!