জলসীমা লঙ্ঘন, ৯ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক শ্রীলঙ্কায়
২৬ জুলাই : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৯ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌসেনা। তামিলনাডু পুলিশ জানিয়েছে, মৎস্যজীবীদের ৪৩০ জনের একটি দল বেশ কয়েকটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরছিল। সেই সময়ে কয়েকজন মৎস্যজীবীকে আটক করে টহলরত শ্রীলঙ্কা নৌসেনার একটি দল।
শ্রীলঙ্কা প্রশাসনের দাবি, ওই মৎস্যজীবীরা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কার এলাকায় ঢুকে পড়েছিলেন। ওই ৯ জন মৎস্যজীবীকে কাঙ্গেসান্থুরাই নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ভারতীয় মৎস্যজীবীদের অবশ্য দাবি, তাঁরা জলসীমা অতিক্রম করেননি। অন্যায়ভাবে তাঁদের ধাওয়া করে শ্রীলঙ্কার নৌসেনা। ধৃতদের মুক্তির জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে রামেশ্বরমের সংগঠন। এই প্রথম নয়, প্রায়শই জলসীমা লঙ্ঘনের দায়ে ভারতীয় মৎস্যজীবীদের আটক করে শ্রীলঙ্কা। গত কয়েকসপ্তাহে ৮৩ জন মৎস্যজীবী এবং ২৫টি মাছ ধরার নৌকা আটক করেছে প্রতিবেশী দেশটি।