শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের অষ্টম বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠান ১৫ই

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব (এসভিসিসি)-র অষ্টম বার্ষিক সম্মাননা অনুষ্ঠান আগামী ১৫ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে। “রিমেম্বার আওয়ার হিরোজ” শীর্ষক এই অনুষ্ঠানে ক্রিকেটার ছাড়াও বিভিন্ন স্তরের খেলোয়াড় ও বিশিষ্টজনদের সংবর্ধনা জানানো হবে। স্থানীয় কল্পতরু হোটেলের কনফারেন্স হলে সকাল ১১ টা ৩০ থেকে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বিগত মরশুমে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্বকারী শিলচরের চার জন ক্রিকেটার সহ উদীয়মান ক্রিকেটার, মহিলা উদীয়মান ক্রিকেটারদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথাগুলো জানান ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের সভাপতি অনিরুদ্ধ লস্কর ও সচিব হিমাদ্রি শেখর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দীপঙ্কর দেব, তথাগত দেবরায়, হারান দাস, শুভাশিস চৌধুরী, অভিজিৎ দাস, রতন দেব, অমিত পাল, দেবব্রত পাল প্রমুখ।

এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন প্রীতম দাস, রায়হান জামিল মজুমদার ও মৃণাল কান্তি রায়। প্রথম দুজন পাচ্ছেন ক্রিকেটে, মৃণাল কান্তি রায় পাচ্ছেন ফুটবলে। বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অভিষেক দেব, বর্ষসেরা মহিলা ক্রিকেটার ঊর্মিলা চ্যাটার্জি। উদীয়মান খেলোয়াড়ের মধ্যে বর্ষসেরা ক্রিকেটার অনিকেত বাসফর ও মণি ভার্মা। এছাড়া প্রতিশ্রুতিভাবান ক্রিকেটারের ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন দেবজিত দাস (ছেলে) ও অনসু নাথ রাম (মেয়ে)।  প্রসঙ্গত, গত মরশুমে একসঙ্গে রনজি দলে খেলে ইতিহাস সৃষ্টিকারী শিলচরের চার ক্রিকেটার হলেন রাহুল সিং, অভিষেক ঠাকুরি, পারভেজ মুশারফ ও দিবাকর জোহরি।

এদিকে, ফুটবলে জাতীয় রেফারি আব্দুল মাজিদ চৌধুরী, দুই ফুটবলার ভিকি সিন্ডাই ও নিবিড়জ্যোতি শ‌ইকিয়া, হকি খেলোয়াড় সৌরভ হাজাম এবং ব্যাডমিন্টনে অনূর্ধ্ব সাত গ্রুপে রাজ্য র‍্যাঙ্কিং আসরে চ্যাম্পিয়ন শিবাংশ সাউকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করছে এসভিসিসি।

Author

Spread the News