শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের আগেই মাদক মামলায় কারাগারে প্রার্থীর প্রতিনিধি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল :
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিতর্কে জড়ালেন দক্ষিণ করিমগঞ্জের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের এপি পদের নির্দল প্রার্থী সবনম সুলতানা। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী তথা প্রতিনিধির দায়িত্বে থাকা সজরুল হক তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত শ্রীভূমি জেলার বদরপুর থানার এক সাম্প্রতিক অভিযানে। কান্দিগ্ৰাম এলাকায় চালানো ওই অভিযানে একটি বোলেরো গাড়ি থেকে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মণিপুরের ইয়াহিয়া খান ও পাথারকান্দির সুমন উদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করে উদ্ধার হওয়া ইয়াবাগুলি সজরুল হক তালুকদারের।

এই সূত্র ধরে বদরপুর থানার পুলিশ সজরুল হক তালুকদারকে গ্রেফতার করে। পরবর্তী তদন্ত শেষে তাকে শ্রীভূমি আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে সেদিনই তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে, সজরুলের পরিবার এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। তাঁদের বক্তব্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রমূলকভাবে এই ফাঁদে ফেলা হয়েছে তাকে। তবে পুলিশি তদন্ত আসল রহস্য বেরিয়ে আসবে।