কাজিরাঙার ৮০ শতাংশ বন্যার কবলে, উদ্যান থেকে লোকালয়ে বাঘ

বরাক তরঙ্গ, ৩ জুলাই : নগাঁও জেলায় কাজিরাঙা জাতীয় উদ্যান বন্যায় প্লাবিত। এর মধ্যে উদ্যান থেকে বেরিয়ে আসে একটি বাঘ। বুধবার লোকালয়ে বেরিয়ে আসা বাঘটি দুই স্থানীয় বাসিন্দাকে আক্রমণ করে। বন কর্মীরা জানিয়েছেন, বন্যার ফলে পশুরা খাদ্যের অভাবে ভুগছে, খাদ্যের খুঁজেই বন থেকে বেরিয়ে মানুষের উপর আক্রমণ করে বাঘটি। দুই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা এবং এদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা খুব সাবধানে বাঘটিকে বনে ফেরত পাঠিয়েছেন।

এ দিকে, এবছর বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান। সরকারি হিসাব অনুযায়ী, কাজিরাঙার ৮০ শতাংশ এলাকা বন্যার কবলে এবং কয়েক হাজার পশু এতে আক্রান্ত। গত তিন দিনে ১১টি পশুর মৃত্যু হয়েছে এবং ৬৫টি পশুকে উদ্ধার করেছেন বনকর্মীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার কাজিরাঙ্গা পরিদর্শন করেন এবং পরিস্থিতির খোঁজ নেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বন্যায় একদিকে যেমন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, আমাদের ঐতিহ্যবাহী কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পশুরাও কষ্ট পাচ্ছে। আমরা তাদের জন্য চিন্তিত এবং পশুদের সুরক্ষা দিতে যতটুকু ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা নেব। বনকর্মীদের বলা হয়েছে ২৪ ঘন্টা নজরদারি রাখতে। যেহেতু পশুরা নিরাপদ আশ্রয়ের খোঁজে কাজিরাঙ্গার পাশে থাকা জাতীয় সড়কে আশ্রয় নিয়েছে, যানবাহন চালকদের বলা হয়েছে তারা যেন সাবধানে চলাফেরা করেন। প্রয়োজনে আমরা ওই রাস্তায় পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ করে দেব।’

কাজিরাঙা জাতীয় উদ্যানের ডিরেক্টর সোনালী ঘোষ জানিয়েছেন, মোট ২৩৩টি ক্যাম্পের মধ্যে ১৭৩ টি বন্যার কবলে। বিরল প্রজাতির হগ ডিয়ার সহ ১১ টি পশু বন্যার জলে ডুবে মারা গেছে। এছাড়া উদ্যানের বিভিন্ন জায়গায় দেখা গেছে গণ্ডার হাতি এবং বাঘ নিরাপদ আশ্রয় নিয়ে একই জায়গায় রয়েছে। বুধবার ৪২টি হগ ডিয়ারকে উদ্ধার করেছেন বোন কর্মীরা এবং এদের মধ্যে ২২ টি গুরুতরভাবে আহত। এদের চিকিৎসা ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

Author

Spread the News