দু’টি গাড়ির মুখোমুখি, প্রাণ গেল ৮ জনের

১৬ মে : ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল মধ্য প্রদেশে। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ জন। গুরুতর আহত আরও একজন। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোরে। জিপের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ইন্দোর- আহমেদাবাদ জাতীয় সড়কে। জিপের ৮ জন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। আরও একজন গুরুতর আহত হন। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, অন্য একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে জিপে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অন্য গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই।

Author

Spread the News